শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে তার বাসা থেকে এক কোটি টাকা ও ১১টি আইফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে।
সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (৩ নভেম্বর) রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।
অভিযানে ওই বাসা থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বরত অবস্তায় অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।
জব্দ করা এই টাকা ও বিদেশি মুদ্রার বিষয়ে মোহাম্মদ আমজাদ হোসেনের কোনো বক্তব্য জানতে পারেনি রাইজিংবিডি। অর্থের উৎস নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি।
গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিব, শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
তথ্যসূত্র: রাইজিংবিডি