উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:০১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পরমাণু অস্ত্র ব্যবহার হলে উত্তর কোরিয়াকে  সুনিপুণ ও বিধ্বংসী জবাব দেয়া হবে বলে জানান তিনি।
বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়া সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা এর কোনও মিত্রদেশের ওপর যে কোনও হামলা ব্যর্থ করে দেয়া হবে। আর কোনওরকম পারমাণবিক অস্ত্র ব্যবহার হলেও এর বিরুদ্ধে খুবই সুনিপুণ এবং বিধ্বংসী জবাব দেওয়া হবে।
ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটিই মাটিসের প্রথম বিদেশ সফর। দক্ষিণ কোরিয়াকে আশ্বাস দিয়ে  তিনি বলেছেন, ওয়াশিংটন হুমকি মোকাবেলায় সিউলের পাশে থাকবে। উত্তর কোরিয়ার নতুন নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আগ্রাসী বক্তব্য নিয়ে উদ্বেগের মধ্যে ওই অঞ্চলে দুই দিনের এ সফরে গিয়ে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিলেন মাটিস। যুদ্ধপরবর্তী প্রতিরক্ষাচুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও জাপানে মার্কিন সেনা মোতায়েন আছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, দুই দেশকেই মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার জন্য বেশি ব্যয় করতে হবে। ফলে বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল দেশ দুটি। মাটিস তার সফরকালে এ অস্বস্তি দূর করার চেষ্টা নেন এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে আশ্বাস দেন।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ