শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। গাছপালা উপড়ে পড়েছে, ধস নেমেছে একাধিক জায়গায়। ভেঙে গিয়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্ত দুই লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে শুক্রবার (৩১ মে) জানা গেল রেমাল উত্তর-পূর্ব ভারতে প্রাণ কাড়ল ৪০টি।
অবিরাম বৃষ্টি, ভূমিধস উত্তর পূর্বের কিছু অংশকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে। বন্যার জলে ডুবে গিয়েছে রেললাইন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মঙ্গলবার থেকে দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরামের উদ্দেশে যাওয়া সকল যাত্রীবাহী, পণ্যবাহী ট্রেন বাতিল করেছে। বৃহস্পতিবার আসাম, মেঘালয় এবং মিজোরামকে সংযুক্তকারী জাতীয় সড়ক ৬ এর অংশবিশেষে ধস নামে।
বিপদসীমার উপর দিয়ে বইছে কপিলি নদী। আসাম এবং মেঘালয়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে এই নদী। বন্যায় ক্ষতিগ্রস্ত আসামের একাংশ। ৩৫ হাজারের বেশি মানুষকে ইতোমধ্যে সরানো হয়েছে অন্যত্র। বন্যা বিধ্বস্তদের উদ্ধারকার্য চলার মাঝেই মনিপুরে মৃত্যু হয়েছে তিনজনের।
বন্যার জল রাজধানী ইম্ফলেও ঢুকেছে। পরিস্থিতি বিচারে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে মণিপুরে। রেমাল তাণ্ডবে মিজোরামেই মৃত্যু হয়েছে ২৭ জনের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্তত ১৬৭ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন