উদয়ন কলেজে শিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


বুধবার (২০ ডিসেম্বর) উয়দন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি, রাজশাহীতে শিক্ষাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের বিষয়বস্তু ছিল ‘একুশ শতকের শিক্ষা ভাবনা’।

কি নোট স্পিকার ছিলেন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজার রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন উদয়ন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মফিজুদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুর রহমান, প্রাক্তন উপাধাক্ষ নিউ গভ. ডিগ্রী কলেজ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ।

আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর মো: আব্দুল মজিদ, জনাব মো: আব্দুল হাকিম ,অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও প্রাক্তন মহাপরিচালক, রাজশাহী রেশম বোর্ড প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর রবিউল করিম ও প্রফেসর দেলোয়ার হোসেন।

উপস্থাপক তাঁর প্রবন্ধে বিধিবদ্ধ শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। প্রকৃত শিক্ষা অর্জনের লক্ষে কল্পনা শক্তিকে জাগ্রত করার জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেন। অতিথিবৃন্দ কলেজের একাডেমিক পরিবেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং অচিরেই কলেজটি কাঙ্ক্ষিত উচ্চতায় আসীন হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ