উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে নবীনবরণ

আপডেট: নভেম্বর ১৫, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুদ্দিন মোল্লা। প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. আনিস মালেক। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার, রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম আল বাকি বরকতুল্লাহ, প্রফেসর ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ড. মো. মোসলেহ্ উদ্দীন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর বিশ্বনাথ শিকদার, ভেটেরিনারি এবং এনিম্যাল সায়েন্সেসের ড. খন্দকার মোঃ মোজাফফর হোসেন, পদ্মা সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ