মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহবুব জামান ভুলুর পক্ষে নির্বাচনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। আর শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পরীক্ষিত নেতাকর্মীরা। রাজশাহীর এরকমই একজন পরীক্ষিত নেতা মাহবুব জামান ভুলু। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামি ২৮ ডিসেম্বর জেলা পরিষদের প্রশাসক পদে মাহবুব জামান ভুলুকে বিজয়ী করতে হবে।
গতকাল রোববার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লিটন এসব কথা বলেন। তিনি বলেন, মাহবুব জামান ভুলুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছেন। তাকেই ভোট দিয়ে আপনাদেরকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর উন্নয়নের গতিকে আরো শক্তিশালী করতে হবে।
তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মু-মালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুব জামান ভুলু। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আ’লীগের লীগের সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর আহমেদ, সহসভাপতি নিঘাত পরভীন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সরনজাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক, তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মুসলেম উদ্দিন প্রমাণিক, চাঁন্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানসহ দুইটি পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্যরা।