উন্নয়নের নাম ‘শেখ হাসিনা’

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ

নাসিমা খাতুন:


লাল সবুজের অঙ্গীকারে বিজয় কেতন দিশা,
নতুন নতুন পরিকল্পনা জাগায় প্রাণে আশা।
‘আমার শহর আমার গ্রাম’-নতুন দিনের ঢেউ,
উন্নয়নের এমন সুরে আর ডাকেনি কেউ।
সৃষ্টি সুখের কুশলতায় দেশটা ভরে দিলে,
স্বপ্ন রঙিন সূর্য হাসে আলো চোখে নিলে।
মানবতার মূর্ত প্রতীক তুমিই পরশমণি,
সবাই সমান ওই চোখেতে গরিব কিবা ধনী।
মিয়ানমারের দেশচ্যুতদের ঠাঁই দিলে নিজ দেশে,
বিশ্ব জুড়ে তাই তো সুনাম নামের সাথেই মিশে।
বাঁধার পাহাড় ডিঙিয়ে আসুক আরো আরো জয়,
সময় সে তো করবে সফল, নয়তো অপচয়।
মিলব সবাই দেশের টানে উন্নয়নের গানে,
সুখ-সারি সুর গাইবে মানুষ তোমার অবদানে।
‘একটি বাড়ি একটি খামার’-স্বপ্ন নতুন গ্রাম,
শেখ হাসিনা, শেখ হাসিনা, উন্নয়নের নাম।