উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করল জেলা পরিষদ

আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১২:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার-সোনার দেশ

জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির ২৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে এই চেক বিতরণ অনুষ্ঠান হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রকল্প সভাপতিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি সরকারি দফতরে গতি ফিরেছে। গত ৬ মাসে অন্তত ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ করছে রাজশাহী জেলা পরিষদ। এসব বরাদ্দের অর্থ দিয়ে শতভাগ কাজ করতে হবে। এতে সাধারণ মানুষ বুঝতে পারবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন,  প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস আক্তার, সদস্য নূর মোহাম্মদ তুফান, মাহমুদুর রহমান রেজা, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য শিউলী রানী সাহা, জয়জয়ন্তি সরকার মালতি প্রমুখ।
২০১৬-১৭ অর্থবছরে জেলার বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহের অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করে জেলা পরিষদ। কাজ শুরু করতে বরাদ্দের প্রথম কিস্তিতে এই ২৮ প্রকল্পের সভাপতিদের ২৮ লাখ টাকার চেক দেয়া হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ