উপকারভোগীগের নির্বাচনী সভায় আসতে বাধ্য করায় চেয়ারম্যানকে শোকজ

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ


তানোর প্রতিনিধি:


রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদকে শোকজ করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চেয়ারম্যান ফরহাদ শোকজ করা হয়। তবে চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ শোকজের কোন চিঠি পাইনি বলে দাবি করেন।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর বুধবার বিকেলের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) পারিশো দূর্গাপুর স্কুল মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপির বিভিন্ন উপকারভোগী ও স্কুলশিক্ষক শিক্ষার্থীদের জোরপূর্বক নির্বাচনী সভায় আসতে বাধ্য করা হয়। উপকারভোগীদের সভায় আসতে বাধ্য করেন ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী।

সুত্র জানায়, বিভিন্ন সভায় আসতে উপকারভোগীদের নানা ধরনের হুমকি ধামকি প্রদান করা হয়। মুলত একারণে সংশ্লিষ্ট দফতর থেকে মাইকিং করে বলা হয় সভায় আসার জন্য কোন উপকারভোগীদের চাপ দেয়া যাবে না। কিন্তু চেয়ারম্যান ফরাদ সেই নির্দেশনা না মানার কারণে শোকজ করা হয়।
চেয়ারম্যান ফরহাদ বলেন, আমি কোন সভাও করিনি এবং শোকজের নোটিশও পায়নি।

এনিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেন শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান ফরহাদ শোকজ করা হয়েছে। তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ