উপজেলা আ’লীগের কমিটি বয়কট করে সংসদকে আহ্বায়ক ঘোষণা

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ


বড়াইগ্রাম (নাটোর প্রতিনিধি :


বড়াইগ্রাম উপজেলা আ’লীগের বর্তমান কমিটিকে বয়কট করে নব নির্বাচিত সংসদ সদস্যকে আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি} উপজেলার বনপাড়া এসআর পাটোয়ারী স্কুলে নির্বাচনোত্তর এক মতবিনিময় সভায় ওই কমিটির ঘোষণা দেয়া হয়।
উপজেলার আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতা-কর্মীর অংশগ্রহণে স্থানীয় আ’লীগ নেতা আব্দুস সোবহান মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ওই সভা পরিচালনা করেন।

সভায় উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলালের প্রস্তাবে গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বর্তমান কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ কমিটি আমরা মানি না। তিনি স্থানীয় সংসদ সদস্যকে আহ্বায়ক, মোয়াজ্জেম হোসেন বাবুলকে সদস্য সচিব ও সকল মেয়র এবং ইউপি চেয়ারম্যানদের যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব করেন। এসময় উপস্থিত শতাধিক নেতা-কর্মী হাততালি দিয়ে সমর্থন জানান।

সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার বক্তৃতায় বলেন, অবস্থান পরিবর্তন হয়েছে। তাই কোনো পরিবর্তন শক্তি প্রয়োগ করে হবে না। জনগণ নিজে থেকেই যা প্রয়োজন তা পরিবর্তন করে নিবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাঁন্দাই ইউপি চেয়ারম্যান শাহানাজ পারভীন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ