উপজেলা চেয়ারম্যান চাঁদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা || প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগ

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ মামলাটি দায়ের হয়। মামলার বাদী চারঘাটের মাড়িয়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মৃত ইমান আলীর প্রতিবন্ধী ছেলে সাখাওয়াত হোসেন ওরফে সিনা। আদালতের বিচারক মেহেদি হাসান সিনার দাখিল করা এজাহারটি আমলে নিয়ে মামলাটি রেকর্ড করার জন্য চারঘাট মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি। মামলার অন্য আসামিরা হলেন, চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত সহকারি জালাল উদ্দিন, চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক মাসুম, ইউপি সদস্য জাইদুর রহমান, মাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম, শাবু শাহ, দুলাল আলী, চঞ্চল আলী, ইমরান আলী ও জাহাঙ্গীর আলী।
বাদীপক্ষের আইনজীবী নবাব আলী জানান, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপি সদস্য জাইদুর রহমান ফোন করে প্রতিবন্ধী সিনাকে শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন এ মামলার আসামিরা। সেখানে পৌঁছার পর চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের নির্দেশে প্রতিবন্ধী সিনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়।
নির্যাতনের সময় স্ক্যাচ দিয়ে সিনাকে আঘাত করা ছাড়াও ভেঙে ফেলা হয় দুই লাখ ২০ হাজার টাকা মূল্যের তার কৃত্রিম পা। নির্যাতনের পর থেকে সিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গত সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপরই তিনি এ মামলা করলেন। আদালত মামলাটি রেকর্ড করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবন্ধী সিনাকে নির্যাতন করা হয় বলে তিনি শুনেছেন। তবে আদালতে দায়ের হওয়া মামলার নথিপত্র তিনি হাতে পাননি। আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে তার থানায় আগে থেকেই নাশকতাসহ মোট ২৩টি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ