মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনায় একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন প্রার্থীরা।নির্বাচনী আচরণবিধিতে মিছিল করে ভোট প্রার্থনা, এক ইউনিয়নে একাধিক নির্বাচনী ক্যাম্প না থাকার নির্দেশনা থাকলেও নিয়ম মানছেন না প্রার্থীরা। নাটোর-১ আসনেন সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করছেন প্রার্থীরা। এছাড়া প্রতিপক্ষের প্রার্থীদের হুমকি ধামকি দেয়ার মত ঘটনা ঘটেই চলেছে।আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেই।
বুধ ও বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়া, লালপুর ও বড়াইগ্রামে আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা লক্ষ্য করা গেছে।
বুধবার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ও জামনগর ইউনিয়ন ঘুরে দেখা যায়, শালিখ পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আসলাম উদ্দিন সুকৌশলে আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন।আসলাম উদ্দিন নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্টজন।আসলামকেই বাগাতিপাড়া উপজেলায় সাংসদ কালামের প্রার্থী হিসেবে জানেন দলীয় কর্মী ও ভোটাররা। একটি ইউনিয়নে কোন প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প থাকার নির্দেশনা থাকলেও শুধু পাঁকা ইউনিয়নেই একাধিক নির্বাচনী ক্যাম্প রয়েছে আসলাম উদ্দিনের।
ইউনিয়নের গালিমপুর মোড়, লোকমানপুর বাজার, একডালা বাজার ও মাকোপাড়ায় আসলামের পক্ষে নির্বাচনী ক্যাম্প করা হয়েছে।এসবের মধ্যে গালিমপুর ও লোকমানপুর বাজারে সজ্জিত ক্যাম্প, একডালা বাজারে পাঁকা ইউপি কার্যালয়ের প্রবেশমুখে একটি কৃষি গুদামে ও মাকোপাড়া বাজারে একটি ক্যাম্প রয়েছে।প্রতিদিন বিকেল থেকে এসব ক্যাম্প সরব হয়ে ওঠে আসলামের অনুসারীদের।
অপরদিকে, বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমানের পক্ষে মিছিল করেছেন তার অনুসারিরা।গত মঙ্গলবার বিকেলে এই মিছিলে নেতৃত্ব দেন প্রার্থী আনিসুর রহমান।হ্যান্ডমাইকের মাধ্যমে মিছিল থেকে দোয়াত কলমে ভোট প্রার্থনা করা হয়।
এদিকে, প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থীরা।বাগাতিপাড়ায় দোয়াত-কলমের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল হোসেন স্বতন্ত্র সংসংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন।তিনি বলেন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ তার পছন্দের প্রার্থী আসলামকে ভোট দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরে ডিও লেটার দিচ্ছেন। দলের কর্মীদেরও আসলামকে ভোট দিতে নির্দেশ দিয়েছেন।এটা চলতে থাকলে ভোটের পরিবেশ বিঘ্নিত হবে। শালিক প্রতিকের প্রার্থী আসলাম উদ্দিন অভিযোগ করেন, তার প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ভোটের দিন নিজ ইউনিয়ন ফাগুয়ারদিয়ারে ব্যাপক প্রভব বিস্তারের প্রস্ততি নিচ্ছেন।
প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ থাকলেও সংসদ সদস্য আবুল কালামের প্রার্থী আচরণবিধি মানছেন না।তিনি এক ইউনিয়নে একাধিক ক্যাম্প তৈরি করছেন।প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।
অভিযোগের ব্যাপারে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমার পক্ষে কোন একক প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই।তাছাড়া সংসদ অধিবেশন ও বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য আমি ঢাকাতে অবস্থান করছি।কেউ অভিযোগ করলে তা মনগড়া অভিযোগ।ভোট চেয়ে কাউকে ডিও লেটার দেয়ার কোন প্রশ্নই আসে না।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা(লালপুর-বাগাতিপাড়া) মাসুদুর রহমান ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ইউএনও বাগাতিপাড়া মোহাইমিনা শারমিনের সাথে যোগাযোগ ও ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আরিফ হোসেন বলেন, ভোটের প্রচারণায় মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে।এ বিষয়ে প্রার্থীকে তলব করা হলে তিনি আচরণবিধি না জানার কথা জানিয়েছেন।তাকে প্রথমবার সতর্ক করা হয়েছে।পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে লালপুর-বাগাতিপাড়া ও ২৯ মে বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।