উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ শুক্রবার

আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

 

সোনার দেশ ডেস্ক


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। শুক্রবার (১৬ আগস্ট) শপথ নেবেন আরও কয়েকজন উপদেষ্টা।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে বিকাল ৪টায় অন্তর্র্বতী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথবাক্য পড়াবেন।

তবে কতজন নতুন উপদেষ্টা নেওয়া হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সরকারি যানবাহন অধিদফতর সূত্রে জানা গেছে, উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। তবে গাড়ির সংখ্যা বিবেচনায় উপদেষ্টা কতজন হবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের তিন দিন পর গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার। রাষ্ট্রপতি গত ৮ আগস্ট পৃথক দুটি আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেন। ওইদিনই শপথের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্য ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। পরে ১১ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও দুই জন, এর দুদিন পর শপথ নেন একজন।

 

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version