উপাচার্যের সঙ্গে রাবি সাংবাদিক সমিতির মতনিবিনিময়

আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) নবগঠিত কমিটির সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময়ে উপাচার্য বলেন, পূর্বে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তথ্য প্রবাহ জনগণের কাছে পৌছাত। এখন মিডিয়ার মাধ্যমে সামগ্রিক তথ্য প্রবাহ জনগণের কাছে পৌছাচ্ছে। ধারাবাহিকভাবে সাংবাদিকতার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। যা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো করতে পারছে না।
অধ্যাপক মিজানউদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকরা জনগণের চোখ-কানের মত কাজ করছে। দেশের অগ্রগতিতে অবদান রাখতে সাংবাদিকদের ব্যাপক সুযোগ রয়েছে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের খুটিনাটি বিষয়গুলো উঠে আসে। প্রশাসনের বিভিন্ন অনিয়ম সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জানতে পারি। এরফলে প্রশাসনে ভারসাম্য বজায় রাখা সহজ হয়।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইন্টারনেট সমস্যা, আবাসিক শিক্ষদের দায়িত্বে অবহেলাসহ সামগ্রিক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আবাসিক হলগুলো নিজস্ব প্রশাসনের আওতায় পরিচালিত হওয়ার কারনে এক ধরনের স্বমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। দেখা গেছে কোন হলের প্রাধ্যক্ষ্য নিজ উদ্যোগে সার্বিক উন্নয়ন করছেন। আবার কোন হলে দৈন্য-দশা অবস্থা। আমরা এ ক্ষেত্রে স্বমন্বিতভাবে সকল সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।
এছাড়াও রাবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রক্টর অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান ও জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।