রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) নবগঠিত কমিটির সদস্যরা।
সংগঠনটির সভাপতি কায়কোবাদ খান ও সাধারণ সম্পাদক হুসাইন মিঠুর নেতৃত্বে সদস্যরা গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপচার্যের সঙ্গে সাক্ষাত করেন। এরপর দুপুর ২টায় উপউপাচার্যের সঙ্গে সাক্ষাত করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তোমরা বিশ্ববিদ্যালয়ে কাজ করছো বলে তোমরা এখানকার দর্পণ। আমাদের ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সর্বদা মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় আমাদের একটি ব্র্যান্ড। তাই আমাদের ভালোভাবে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার চেষ্টা করতে হবে।
সাক্ষাতকালে উপউপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে শিক্ষার্থীদের কল্যাণে। এখানে সর্বাধিক গুরুত্ব পাবে তারাই। বিশ্ববিদ্যালয়ের কোন দফতরে যদি শিক্ষার্থীরা অসুবিধার শিকার হয়, তাহলে তোমরা নিউজ করে আমাকে ফোন দিবে। আমি ওই দফতরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব। যারা প্রশাসনে আছি আমরা খানে কোনো এজে-া বাস্তবায়ন করার জন্য আসেনি আমরা এসেছি শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য। এসময় রুরু’র নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।