শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ওয়ার্ল্ড ভিশন পবা এপির ১৬ বছরের পথচলা। সেই লক্ষ্য বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্ল্ড ভিশন পবা এপির সফলতার গল্প বইয়ের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক খ্রিষ্টান উন্নয়ন সংস্থা। যার লক্ষ্য হল দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা। ২০০৮ সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা উপজেলার জনগণের সার্বিক জীবন ও জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করে।
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ওয়ার্ল্ড ভিশন পবা এপির সুদীর্ঘ ১৬ বছরের পথচলা। সুদীর্ঘ ১৬ বছরের এই পথচলায় পবা উপজেলার শিশুর জীবন পরিপূর্ণতায় ভরিয়ে দিতে পবা এপি সরাসরি সহায়তা করেছে। অনেক শিশুই আজ ওয়ার্ল্ড ভিশনের প্রচেষ্টায় স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।
উন্নয়ন সংস্থাটির নিরলস প্রচেষ্টায় সমাজে আজ অনেকেই প্রতিষ্ঠিত। সরকারের সহযোগিতায়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে এবং ওয়ার্ল্ড ভিশনের অক্লান্ত সেবায় এলাকার জনগণ এখন অনেকটাই স্বাবলম্বী। এর ফলস্বরূপ এখানকার মানুষ নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে সক্ষম হচ্ছে।
বিভাগীয় কমিশনার আরো বলেন, প্রশাসন প্রতিটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মকাণ্ড নজরদারি করছে এবং যে সমস্ত সংস্থা তাদের কর্মকান্ডের পরিধি বৃদ্ধি করে জনসেবামূলক কাজ অব্যাহত রেখেছে তারা সকলের কাছে প্রশংসিত হচ্ছে।
এসময় পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) জেনী মিলড্রেড ডি’ক্রুশ, অনুষ্ঠানের স্টিয়ারিং কমিটির সভাপতি রাফিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, হরিপুর আন্দারকোঠা ভিশনের রেভারেন্ট ফাদার ডেভিড পালমা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের রাজশাহী এরিয়ার সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার পলাশ হিউবাট বিশ্বাস, বিকাশ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কর্নাহার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সেতাব উদ্দিন, অনুভুতি প্রকাশ করেন কুমড়াপুকুর মহিলা সমবায় সমিতির সভাপতি মাসুয়ারা বেগম ও সফল স্পন্চর শিশু চৈতী খাতুন।