শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারামের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েও মধ্য আকাশে এয়ারক্রাফটে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় দিল্লি ফিরে গেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ারক্রাফটে করে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই রওনা হয়েছিলেন প্রণব। কিন্তু মধ্য-আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় রাষ্ট্রপতিকে নিয়ে এয়ারক্রাফটটি দিল্লি ফেরত যায় বলে বিমান বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এয়ারক্রাফটের গোলযোগ ‘বড় ধরনের’ ছিল না বলে জানিয়েছে সূত্রটি।
ভারতের রাষ্ট্রপতি ভবনের এক কর্মকর্তা আইএএনএসকে বলেন, “যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় উড়োজাহাজটি ফেরত এসেছে। তবে (মেরামতের পর) এটি শিগগিরই আবার রওনা হবে।”
নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে অসুস্থ জয়ললিতার কার্ডিয়াক অ্যারেস্ট হলে রোববার রাতে তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখার পর সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসে।
তার শেষকৃত্যে যোগ দিতে এরইমধ্যে তামিলনাড়ু পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জয়ললিতা জয়ারামের মৃত্যুতে ভারতজুড়ে চলছে শোকার্ত সমর্থকদের মাতম। বর্ণাঢ্য এ রাজনীতিকের স্মরণে মঙ্গলবার ভারতজুড়ে ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, তামিলনাড়ুতে ঘোষিত হয়েছে সাত দিনের শোক।
জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) ‘আম্মা’র স্মরণে তাদের সব অফিসে দলীয় পতাকা অর্ধনমিত রেখেছে।- বিডিনিউজ