ঋত্বিক ঘটকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ১২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



উপমহাদেশের কালজয়ী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে  আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে নগরীর আলুপট্টি পদ্মাপাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি এর আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ। আলোচনা সভায় অংশ নেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল, রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার, রাজশাহী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাবীদ অপু, অধ্যাপক ফজলুল হক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা তাওকীর ইসলাম সাইক, আহসান কবীর লিটন প্রমূখ।
সভা পরিচালনা করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। সভায় ঋত্বিক ঘটকের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সন্ধ্যা থেকে সেখানে ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ নামে একটি বায়োগ্রাফিক ফিল্ম প্রদর্শণ করা হয়।
ঋত্বিক ঘটক ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস এখনকার রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ। ঋত্বিক ঘটক চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ শেষ করেন রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে। ১৯৪৬ সালে আইএ পরীক্ষা দেন রাজশাহী কলেজ থেকে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পরই পরিবারের সঙ্গে চলে যান ভারতে। তার নির্মিত চলচ্চিত্রগুলো আজও মানুষকে বিমোহিত করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ