শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
একুশ শতকের দৈনন্দিন জীবনে ক্রমেই ওতোপ্রতোভাবে যুক্ত হচ্ছে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দ্রুত অগ্রগতির জন্য সামিল বিশ্বের একাধিক দেশ। এআই ব্যবহার করে এবার মৃত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের নতুন পন্থা বের করার চেষ্টা চলছে। যা ঘিরেই উদ্বেগ প্রকাশ করলেন বিশেষজ্ঞরা।
সংবাদমাধ্যম ‘দ্য মেট্রো’র প্রতিবেদনে জানা গিয়েছে, এআই-এর সাহায্যে মৃত পরিচিত, বন্ধুদের সঙ্গে কথোপকথনের উপায় খুঁজছেন প্রযুক্তিবিদরা। এমআইটির অধ্যাপক শেরি টার্কেলের কথায়, মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা নতুন নয়। বহুকাল আগেও হত।
বর্তমানে প্রযুক্তির সহায়তায় এই উপায় খুঁজছেন গবেষকরা। এমনকী বিজ্ঞানী টমাস এডিসনও এমন যোগাযোগের জন্য ‘স্পিরিট ফোন’ তৈরির চেষ্টা করেছিলেন। মৃতদের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রচুর টাকাও খরচ করতে প্রস্তুত অনেকে। তবে এই যোগাযোগ জীবিত ব্যক্তিদের মানসিক ভারসাম্য বিঘ্নিত করতে পারে।
‘দ্য মেট্রো’র প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘ইটারনাল ইউ’ নামের একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। যেখানে দেখানো হয়, নিউ ইয়র্কের বাসিন্দা ক্রিস্টি অ্যাঞ্জেল এআই-এর মাধ্যমে তাঁর মৃত বন্ধু ক্যামেরুনের সঙ্গে কথা বলেছিলেন। মাত্র ১০ ডলার খরচ করে ‘প্রজেক্ট ডিসেম্বর’-এর মাধ্যমে ক্যামেরুনের সঙ্গে কথা বলেছিলেন ক্রিস্টি।
তাতেই জানতে পারেন, অতিমারির সময় ক্যামেরুনের মৃত্যু হয়েছিল। সেই কথোপকথনেই এআই-এর মাধ্যমে ক্যামেরুন বলেছিলেন, তিনি বর্তমানে নরকে আছেন। এমনকী ক্রিস্টির উপর যেকোনো সময় ভর করতে পারেন।
এই কথোপকথনের পরেই দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন ক্রিস্টি। তিনি অসুস্থ হয়ে পড়েন। ‘প্রজেক্ট ডিসেম্বর’-এর স্রষ্টা জেসন এই কথোপকথনের পর হতভম্ব হয়ে গিয়েছিলেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন