শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২২ ফলাফল প্রকাশ করা হবে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি)।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, বুধবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরিক্ষার্থীরা। এরআগে বেলা ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন বলে জানা গেছে।
এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮ টি জেলার ১ লক্ষ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এএইচএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলো। এরমধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে এবং ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী।