বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
এস এম তিতুমীর
মেঘে দেশে, অবশেষে। জল নামে
থামে, উষ্ণতায় ঘামে, অতপর ঝরে
কী অকাতরে। জানলে শিহরণ জাগে
সবার আগে, রোদ পোড়া ত্বকে।
আমার উচ্চারিত অনাদিকালের সবটুকু
ভাষা, সংসারের চাষবাস। গোপন অভিলাষা
শুকোয় বালু চকে। থকথকে-
আর সব আনন্দের পাশে। চুপিচুপি হাসে
তোমার আনন্দ দেখে। তারা লেখে
হাজারো অসহায়ত্বকে। যারা পড়ে আছে পথে
বেদনার রথে, খোরকহীন। হাতে নিয়ে দূরবীন
দূর থেকে দুরে যদি কারো ছায়া ভেসে আসে
আসে কোনো দূত ফুল হাতে। সাথে সাথে
তুলে দিয়ে খালি পেট, তারে। বারে বারে
বলে দেয়া বুলি, তোমায় না পেলে খুলি
খামখেয়ালীর বোতাম, চেতনা ভুলি-
ইদ বাতাসে। অনায়াসে, তোমাতে আমাতে
যা ছিলো ব্যবধান, মান অভিমান। ঘুচায়ে সব
মিলেছি মন-জোছনাতে বাজিয়ে মিলন রব