এই বাংলার আকাশ বাতাস

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫০ পূর্বাহ্ণ

মাহবুবুল আলম জন


সেদিন বৃষ্টি ঝরেছিল
আজও ঝরে
আকাশ থেকে শ্রাবণের ধারা চোখের জলে প্লাবন এনেছে ডেকে
গিলে ফেলেছে রাতের আলো আঁধারের প্রেতাত্মা
নিঃসীম আঁধার কোন শব্দ নেই
দূরের অথবা কাছের পরিচিত কোন কণ্ঠস্বরÑ
না কোথাও কোন শব্দ নেই
মনের ভিতর কেমন একটা শঙ্কার ঢেউ খেলে
হঠাৎ কিছু বুঝে না উঠতেই শুরু হল ফায়ারিং
লুটিয়ে পড়লেন মেঝেতে জনতার বন্ধু
আজীবন সংগ্রামী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
একে একে পরিবারের আত্মাগুলি
ঘেরের মধ্যে অসহায় রক্তের সাগরে ভাসালো প্রাণ

ভোর হতে আরো কিছুটা বাকি
চুকে গেল জীবনের সব লেনদেন
আমাদের ভালোবাসা চিরকাল কাঙালের বুকের ধন
তুমি অমানিশায় মহাকালের ঘোর কাটালে
ঘাতকের হাত কলঙ্কের দাগ
লেপে দিয়ে গেল এই বাংলার আকাশ বাতাস।