শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাজশাহী নগরীতে এএইচজেড এর প্রি-ডিপারচার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে বুধবার (৪ সেপ্টেম্বর) নগরীর মাইডাস রেস্টুরেন্টে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের জনপ্রিয় প্রতিষ্ঠানের এই ভিন্নধর্মী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্সিয়াল অফিসার জহিরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ভরসাস্থল হিসেবে কাজ করছে এএইচজেড। এই বছর বেশ কিছু শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করেছে। তাদের মধ্যে ১০ হাজার পাউন্ড থেকে সর্বোচ্চ ২৮ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ অর্জনের রেকর্ডও রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অনেক আকর্ষণীয় গিফট গ্রহণ করেছেন শিক্ষার্থীরা। আমরা তাদের সেবা দিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যের টপ র্যাংকড বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রসেস সম্পূর্ণ ফ্রি। আমরা কোনো প্রকার সার্ভিস চার্জ নিচ্ছি না। আমরা প্রি-ডিপারচার ইভেন্টটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সজ্জিত করেছিলাম। সেখান থেকে দেশের বাইরে যাওয়ার জন্য যে সকল শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, তারা উপকৃত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানটির রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান। পরিচালনা করেন, ব্রাঞ্চ অপারেশনাল ম্যানেজার আসাদুল্লাহ আল কাফি। অনুষ্ঠানে রাজশাহী ব্রাঞ্চের কাউন্সিলর এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এএইচজেড’র রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান বলেন, যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থীর প্রথম পছন্দের তালিকায় আছে এএইচজেড। আমাদের এই আয়োজনে সর্বোচ্চ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা এবং বিশেষ উপহারসামগ্রী ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয়।