শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পরিসংখ্যানবিদরা বলছেন, ১ লাখ ৩৩ হাজার জনে একজনের হয় এরকম। প্রথমে বাবা, মা। তারপর ছেলে। সবাই জন্মেছেন একইদিনে। ১৮ ডিসেম্বর। মাঝে ব্যবধান ২৭ বছরের।
মিসিসিপির বাল্ডউইনের দম্পতি লিউক গার্ডনার ও হিলারি গার্ডনার। স্বামী লিউকের থেকে হিলারি ঠিক ৬ ঘণ্টার বড়। হিলারি জন্মেছিলেন ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর, সকাল ৮টা ১০-এ। সেদিনই দুপুর ২টো ১০-এ জন্ম লিউকের। স্বামী-স্ত্রী কারোরই তাই আলাদা করে একে অন্যের জন্মদিন মনে রাখার দরকার পড়েনি।
হিলারি গর্ভবতী হলে, ডাক্তার ডেট দেন ১৯ ডিসেম্বর। স্মার্টফোনের বিশেষ অ্যাপের সাহায্যে হিলারি দেখেন ডেলিভারি ডেট ১৫ ডিসেম্বর। শেষমেশ লিউক-হিলারির পুত্রসন্তান ভূমিষ্ঠ হয় সেই ১৮ ডিসেম্বরেই। বাবা, মায়ের জন্মদিনের ২৭ বছর পর ২০১৬-র ১৮ ডিসেম্বর সকাল ১০টা ১-এ জন্ম হয় কেড লি গার্ডনারের। তৈরি হয় অভিনব আনন্দের ইতিহাস।- ২৪ঘণ্টাডটকম