শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে একগাছে ৩১টি নাইট কুইন ফুটেছে-সোনার দেশ
নাটোর এলজিইডির সাবেক প্রকৌশলী লোকমান হোসেনের বাড়িতে গত মঙ্গলবার রাতে একটি গাছে ৩১টি নাইট কুইন ফুল ফুটে। বিরল প্রজাতির মিষ্টি গন্ধযুক্ত এ ফুল ক্রিম সাদা বর্ণের আর কিছুটা শাপলা ফুল আকৃতির। এ ফুলের বিশেষ বৈশিষ্ট্য হল- এরা রাতে ফোটে আবার ভোর হওয়ার আগেই ঝরে যায়। আর এ কারণেই উদ্যানতত্ত্ববিদরা এর নামকরণ করেছেন নাইট কুইন বা রাতের রাণী। পাতার অগ্রভাগ থেকে বের হওয়া ডাটার মাথায় এ ফুল ধরে। এ গাছের কোন বীজ হয় না, পরিণত পাতা মাটিতে ফেলে রাখলে সেখান থেকেই চারা গজায়।
পরিবার সূত্রে জানা গেছে, শখের বসে লোকমান হোসেন বাড়ির ছাদে বিরল প্রজাতির এ নাইট কুইন গাছের চারা এনে লাগান। মঙ্গলবার রাতে সে গাছে ৩১টি ফুল ফোটে। ফুলগুলো এক নজর দেখার জন্য আশেপাশের মানুষ রাতেই তার বাড়িতে ভীড় করতে থাকে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. আজাদুর রহমান জানান, এটি একটি বিস্ময়কর ঘটনা।