একজনকে স্থায়ী বহিষ্কারসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি

আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক :


শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ চার জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, ২৫ মার্চ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতবছরের ১ ডিসেম্বর একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে অপর কিছু ছাত্র পিটিয়ে গুরুতর জখম করে। এমনকি আহত ছাত্রের অবস্থা আশংকাজনক হওয়া স্বত্ত্বেও তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে কর্তৃপক্ষ এ সংক্রান্ত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেন। চলতি বছরের ২৫ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উক্ত তদন্ত কমিটির রিপোর্ট ও শৃঙ্খলা কমিটির সুপারিশ বিবেচনা করে চার ছাত্রের বিভিন্ন মেয়াদে শাস্তি কার্যকর করার বিষয়টি অনুমোদিত হয়।

শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিবলী নোমানী ইসলাম নিলয়, আইন ও মানবাধিকার বিভাগের এম ফারারুজ্জামান বাধন, ব্যবসায় প্রশাসন বিভাগের নূর-ই-আলম সিদ্দিকী এবং একই বিভাগের সাবেক শিক্ষার্থী রিজওয়ান তানভীর মীম। এ ছাড়া একই বিভাগের মো. সোয়াইব হোসেন ও মুরশিদা মেহেরিন হাসিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এদের মধ্যে শিবলী নোমানী ইসলাম নিলয়কে আজীবন বহিষ্কার, এম ফারারুজ্জামান বাধন দুই সেমিস্টার ও নূর-ই-আলম সিদ্দিকী এক সেমিস্টার বহিষ্কার এবং রিজওয়ান তানভীর মীমের একাডেমিক পাঠ শেষ হওয়ায় তার সার্টিফিকেট ছয় মাসের জন্য অকার্যকর রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত সাপেক্ষ সিন্ডিকেটের সিদ্ধান্তে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version