শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
একনেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও যমুনা রেলওয়ে সেতু অনুমোদনে রাজশাহী চেম্বারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ২০১৬ শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। সর্বস্মতিক্রমে এক লাখ ১৩ হাজার কোটি টাকায় পাবনার রূপপুরে দেশের প্রথম পরমানু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী প্রকল্প চুড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজশাহী ব্যবসায়ী ও রাজশাহীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়েছেন, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি, সহসভাপতি মুনজুর রহমান পিটার, পরিচালকবৃন্দ হাসেন আলী, ফরিদ উদ্দিন, মাসুদুর রহমান রিংকু, এসএম এহেসান, আতিকুর রহমান, সাদরুল ইসলাম, আহসান উদ্দিন সরকার, তানজিলুর রহমান, খন্দকার ফয়সাল আহম্মেদ, রফিকুল ইসলাম, তৌরিদ আল মাসুদ, এসএম আইয়ুব।