বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৯ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপে¬ক্স মাঠে ক্লেমন একাডেমি ক্রিকেট কাপ চাঁদপুর ও রাজশাহী ভেন্যুর চ্যাম্পিয়ন দলের ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়েছে। অংশগ্রহণ করেছে চাঁদপুর ভেন্যুর চ্যাম্পিয়ন ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি সিলেট ও রাজশাহী ভেন্যুর চ্যাম্পিয়ন ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি। ফাইনাল রাউন্ডের ২য় খেলায় গতকাল ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি ৪ উইকেটের ব্যবধানে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি সিলেটকে হারায়। টসে হেরে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি সিলেট ব্যাট করতে নেমে ২৬.১ ওভার খেলে সবকটি উইকেট খুইয়ে সংগ্রহ করে ৮৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ মোহন ২৫ রান করে। বিপক্ষে শুভ ১৩ রানে ৩টি ও লিমন ১৪ রানে ২টি উইকেট নেন। জবাবে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি ২৬.১ ওভারে ৬ উইকেট খুইয়ে সংগ্রহ করে ৮৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ সম্রাট ৩৫ রান করে। বিপক্ষে ইমরান ১৬ রান খুইয়ে ৩টি উইকেট নেন। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির সম্রাট ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।