বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বিজয়ের মাসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা ও নগরের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় মুক্তিযোদ্ধা পাঠাগারে জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, জেলা সহসভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ, উপাধ্যক্ষ রাইসুদ্দিন, সাইদুজ্জামান লিপন, নগর সহসভাপতি কামারুল্লাহ সরকার, জেলা যুগ্মসম্পাদক শাহ আলম বাদশ, নগর সহসভাপতি সিদ্ধার্থ শংকর সাহা, মতিহার থানার সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম মুন্নি, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠুসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।