রবিবার, ৭ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
দুলাল আলম:
একুশ আমার মনের গর্ব
চরিত উন্নত ভাই,
ভাষার জন্য প্রাণ দিয়েছে
এমন কোথাও নাই ?
রফিক শফিক জব্বার হাসে
রেসকোর্স ময়দানে,
স্বাধীনতার বীজ বুনেছি
বিশ্বে কেবা জানে ?
দখিন হাওয়ায় ফুলে-ফলে
ভরে যাবে মাঠ ,
বাঙ্গাল জাতি হয়ে উঠবে
বিশ্বসেরার ঠাট ।
সকল ভাষার মুক্তির দ্বীপা
বাংলা ভাষায় হবে ,
ভুখা নাঙ্গা স্বাধীন হয়ে
মাথায় উঁচু রবে ,
আঁধার ঘরের শিশুর মুখের
কথাই মুক্ত ভাষা ,
উন্নয়নের আনবে জোয়ার
বাঁচাবে নিরেট আশা ।