শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
স্পেনের ‘লা তোমাতিনা’ উৎসবের কথা প্রায় সকলেই জানেন। একে অপরের গায়ে টমেটো ছুড়ে মারাই খেলার রীতি। তেমনই এক রীতি রয়েছে ভারতেও। তবে এখানে টমেটো ছোড়া হয় না। একে অপরের দিকে গোবর ছুড়ে মারেন স্থানীয় বাসিন্দারা। দীপাবলির উৎসবের শেষদিনে এমন রীতিই পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। যা অত্যন্ত শুভ বলেই মনে করেন গ্রামবাসীরা।
গোবর ছোড়াছুড়ির এই রীতি কোথায় পালিত হয়? তামিলনাড়ুর থালাভাদি এলাকার প্রত্যন্ত এক গ্রামে পালন করেন স্থানীয়রা। দীপাবলি উপলক্ষে ওই গ্রামেই বীরেশ্বর মন্দিরে ধুমধাম করে পুজো করা হয়। চারদিনব্যাপী চলে উৎসব। উৎসবের শেষদিনে অর্থাৎ দীপাবলির পরেরদিন বীরেশ্বর মন্দিরের সামনেই গোবর ছুড়ে মাখামাখি করেন গ্রামবাসীরা।
কথিত আছে, গ্রামের ওই চত্বরে মাটির তলায় শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। যা বীরেশ্বর মন্দিরেই স্থাপন করা হয়। বীরেশ্বর মন্দিরে প্রথমে গোবর এনে পুজো দেওয়া হয়। এরপর গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
৩০০ বছর ধরে দীপাবলির পরেরদিন গোবর ছোড়াছুড়ির রীতি পালিত হচ্ছে তামিলনাড়ুর এই গ্রামে। গোবর মাখামাখির পর গ্রামবাসীদের তা ভাগ করে দেওয়া হয়। সেই গোবর চাষের জমিতে ছড়িয়ে দেন সকলে। যাতে ফসলের গুণমান আরও ভাল হয়। এর পাশাপাশি তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তবর্তী গ্রাম গুমাতাপুরাতেও পালিত হয় ‘গোরেহাব্বা’ উৎসব।
তথ্যসূত্র: আজকাল অনলাইন