শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজশাহীর একটি হোটেলে ফার্মাসিউটিক্যালস্ এক্সিকিউটিভ ফোরাম, রাজশাহী’র উদ্যোগে ৫৬ টি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানির বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এক্সিকিউটিভ ফোরাম সভায় সকল বাধা বিপত্তির উর্দ্ধে থেকে পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা এবং সভা শেষে সবার কল্যাণে মোনাজাত করা হয়। সভায় ফোরামের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব এম.এ মন্নাফ এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য পেশ করেন ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক মো. তাকরিউজ্জামান লিটন, সহ সভাপতি ইশতিয়াক রবিন প্রমুখ।
সভায় যৌথ ভাবে বাৎসরিক আর্থিক বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সহ অর্থ সম্পাদক মো. রবিউল ইসলাম।
উপদেষ্টা মন্ডলীর বক্তব্য শেষে সভায় সমাপনী বক্তব্য দেন ফোরামের সন্মানিত সভাপতি মোহাঃ মোশারফ হোসেন।