রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
সেন্টমার্টিনে এক জালে উঠলো ৩০ মণ লাল কোরালসেন্টমার্টিনে এক জালে উঠলো ৩০ মণ লাল কোরাল
সেন্টমার্টিনে স্থানীয় এক জেলের জালে ৩০ মণ লাল কোরাল মাছ ধরা পড়েছে। বুধবার (৩ নভেম্বর) জাল ফেলার এক ঘণ্টা পর ২০৩টি মাছ ধরা পড়ে। মাছভর্তি নৌকাটি সেন্টমার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয়রা দেখতে ভিড় করেন।
বিকাল ৩টায় বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরে আবদুর রশিদের মালিকাধীন ১৬ জন মাঝিমাল্লা তার নেতৃত্বে মাছ শিকারে যান। এরপর তাদের জালে এতগুলো মাছ ধরা পড়ে।
আব্দুর রশিদ বলেন, জাল ফেলার এক ঘণ্টা পর তুলে দেখি, এক ঝাঁক লাল কোরাল মাছ। মাছগুলোর ওজন ৩০ মণ হতে পারে। সেখানে ২০৩টি মাছ রয়েছে। মাছগুলো সাত লাখ টাকায় কিনেছেন মুফিজ আলম নামে এক ব্যবসায়ী।
মুফিজ আলম জানান, স্থানীয় এক জালে ধরা পড়া ২০৩টি কোরাল মাছ সাত লাখ টাকায় কিনেছি। তবে কিছু টাকা কমানোর জন্য নৌকার মালিকের সঙ্গে আলোচনা চলছে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিনে স্থানীয় এক জেলের জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে বলে শুনেছি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন