বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। সেই দাবির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় বিক্ষোভ শুরু হয়। সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্র-ছাত্রীরা সড়কে জমায়েত হয়ে বিক্ষোভ করছেন। তারা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অপর দিকে, কিছু আওয়ামী লীগের নেতারা সড়কের এক পাশে অবস্থান নিয়ে দাড়িয়ে আছেন।
এসময় এক দফা দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।’
তারা আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।’