শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
কাজের সময় বাঁধাধরা। কিন্তু চাকুরে হয়ে ঘড়ি ধরে কাজ করা অনেক অফিসেই ‘অপরাধ’। তাই ছুটি হওয়ার এক মিনিট আগে অফিস থেকে বেরিয়ে যাওয়ায় বসের কাছে ‘শাস্তি’ পেতে হল কর্মীকে। নির্ধারিত সময়ের আগে অফিস থেকে বেরোতে চাইলে ঊর্ধ্বতনের অনুমতি নিতে হয়।
সেই নিয়মই নাকি ভেঙেছেন অফিসের এক কর্মী। দিনের পর দিন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মিনিট আগে বেরিয়ে গিয়েছেন সেই কর্মী। তা ঊর্ধ্বতনের নজরে পড়ায় কর্মীকে বকাবকি করেছেন তাঁর বস্। সমাজমাধ্যমে সেই ঘটনার উল্লেখ করেছেন ওই কর্মী।
সম্প্রতি রেডিটে পোস্ট করে ওই কর্মী লিখে জানান, তাঁর অফিস ছুটি হওয়ার কথা বিকেল ৫টায়। কিন্তু তিনি অফিস থেকে বেরিয়ে গিয়েছেন ৫টা বাজার এক মিনিট আগে। তা দেখেই ওই কর্মীকে ডেকে পাঠান তাঁর বস্।
কর্মীকে বকাবকি করে বলেন, ‘‘দিনের পর দিন তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ। এ ভাবে অফিসে কাজ করা যায় না। আগের দিন তুমি এক মিনিট আগে বেরিয়েছ। তার আগেও তুমি রোজই প্রায় তিন থেকে চার মিনিট আগে অফিস থেকে বেরিয়ে গিয়েছ।
এই অফিসের নিয়মানুযায়ী, কেউ নির্ধারিত সময়ের চেয়ে আগে বেরোতে চাইলে ঊর্ধ্বতনের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তুমি কোনও দিনই অনুমতি নাওনি। এই অভ্যাস তৈরি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে।’’
ওই কর্মী ঘটনার উল্লেখ করে নেটব্যবহারকারীদের কাছ থেকে সমস্যার সমাধান চান। এক নেটাগরিক বলেন, ‘‘এর পর আপনি ঘড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন। ৫টা বেজে যাওয়ার পর এক সেকেন্ডও অপেক্ষা করবেন না। সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন।’’
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন