এক ম্যাচে ১৪৯ গোল! সবই আত্মঘাতী, রেকর্ড আজও রয়ে গেছে অক্ষত

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


এক ম্যাচে ১৪৯ গোল! তাও আবার সব গোলই আত্মঘাতী। এমন ঘটনাও ঘটতে পারে? ঘটেছিল, আজ থেকে ২২ বছর আগে। মাদাগাস্কারের জাতীয় লিগে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল। দেশের দেশের ফুটবল সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এই কাণ্ড ঘটনায় স্তাদ অলিম্পিক দ্য লেমির্নি (এসওই) দল। এএস আদেমার বিরুদ্ধে ম্যাচে হয়েছিল ১৪৯ টি আত্মঘাতী গোল।



একটি ম্যাচে এতগুলি গোল এখনও অবধি বিশ্বরেকর্ড। এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, ছিল প্রতিবাদ। সেদিন খেলা ছিল আদেমার সঙ্গে এসওই–র। কিন্তু আদেমার বিরুদ্ধে নামার ঠিক আগের ম্যাচে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে এসওই ট্রফির লড়াই থেকে ছিটকে যায়। কোনওভাবেই সেই ফলাফল আর বদলায়নি। তাই আদেমার বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে অন্য ভাবে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন এসওই–র ফুটবলাররা।

খেলা শুরু থেকে শেষ পর্যন্ত ফুটবলারদের পায়েই ছিল বল। বাঁশি বাজলেই নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে আত্মঘাতী গোল করে যাচ্ছিল এসওই ফুটবলাররা। এই ঘটনায় অবাক হয়ে যায় আদেমার ফুটবলাররা ও ম্যাচে উপস্থিত সমর্থকরা। হয়েছিল গুণে গুণে ১৪৯ গোল। এই ঘটনার পর মাদাগাস্কার ফুটবল ফেডারেশন এসওই দলকে চার বছরের জন্য নির্বাসিত করে। দলের চার ফুটবলারকে মরসুমের শেষ পর্যন্ত নির্বাসিত করা হয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

Exit mobile version