এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি

আপডেট: এপ্রিল ২, ২০১৭, ১২:৩২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বোলিং-ফিল্ডিংয়ে যতটা সময় নিয়েছিল বাংলাদেশ, তাতে শাস্তিটা প্রায় অবধারিতই ছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটি নিশ্চিত করে দিলেন মাশরাফি বিন মুর্তজা নিজেই। তৃতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
শনিবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭০ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে করে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার আগে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান নিজের নিষেধাজ্ঞার খবর। “এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলাম, পরের ওয়ানডে খেলতে পারবো না।”
ডাম্বুলায় প্রথম ওয়ানডের পরই মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশকে সতর্ক করেছিলেন ম্যাচ রেফারি। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতেও বোলিং ইনিংস শেষ করে প্রায় ২৫ মিনিট সময় বেশি নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ওয়ানডে ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই। ইনিংস শেষ করতে দেরি হয়েছে প্রায় ৩০ মিনিট! শাস্তিটা তাই প্রায় নিশ্চিতই ছিল। মন্থর ওভার রেটের কারণে এর আগেও নিষেধাজ্ঞা পেতে হয়েছিল মাশরাফিকে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের পর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। বাংলাদেশের পরের ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। ১২ মে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না মাশরাফি।-বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ