শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
স্বামীর মৃত্যুর পর থেকেই খোঁজ নেই স্ত্রীর। আবার শ্মশানের পাশেই মিলেছে তাঁর শাড়ি-চশমা-চপ্পল। দুইয়ে দুইয়ে চার করে নিয়েছে পরিবার। পরিবারের ধারণা, স্বামীর চিতায় ঝাঁপ দিয়েই জীবন শেষ করেছেন স্ত্রী।
স্বামীর মৃত্যুতে স্ত্রীর সহমরণে যাওয়ার প্রথা রদ হয় ১৮২৯ সালে। অথচ ২০২৪ সালেও এই ধারণাই মাথায় ঘুরছে রায়গড়ের গুপ্তা পরিবারের সদস্যদের! ঘটনাস্থল ছত্তিশগড়। ৬৫ বছরের জয়দেব গুপ্তা রায়গড়ের বাসিন্দা। ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। চক্রধরনগর থানা এলাকার চিটকানানি গ্রামের ওই বাসিন্দার মৃত্যুর পর থেকেই খোঁজ নেই তাঁর ৫৮ বছর বয়সী স্ত্রী গুলাবী গুপ্তার।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১৪ জুলাই) রাতে আচমকা পরিবারের কাউকে না বলেই বাড়ির বাইরে চলে যান গুলাবী। দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে, যেখানে তাঁর স্বামীকে দাহ করা হয়েছিল, তার অদূরেই ওই নারীর শাড়ি-চপ্পল-চশমা খুঁজে পান পরিবারের লোকজন। দুইয়ে দুইয়ে চার করে পরিবারের লোকজন ধারণা করেন, স্বামীর চিতাতেই ঝাঁপ দিয়েছেন তিনি। ইতোমধ্যে ফরেন্সিক দল শ্মশান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ মামলা দায়ের হয়েছে থানায়। চলছে তদন্ত।
তথ্যসূত্র: আজকাল অনলাইন