বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পায়ে বল নিয়ে কী করতে পারেন ডিয়েগো ম্যারাডোনা? তা বোধ হয় অজানা নয় কারোরই। তার ফুটবল শৈলি দেখে মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সর্বকালের সেরা ফুটবলারও ভাবা হয় এই আর্জেন্টাইন কিংবদন্তিকে। তার বয়স এখন ৫৬ বছর। তাতে কী? এখনো ‘ধার’ কমে নি ম্যারাডোনার। বল নিয়ে যা করে দেখালেন, তা স্মরণ করিয়ে দিচ্ছে তার সেরা সময়কার ভেলকির কথাই। ‘বুড়ো’ হারেও তাহলে কথা বলে?
আর্জেন্টিনা প্রিমিয়েরা বি-মেট্রোপলিটনের দল দেপোর্তিভো রিয়েস্ট্রারের ফুটবলারদের খেলা শেখাচ্ছিলেন ম্যারাডোনা। সেখানেই নিজেকে ফুটিয়ে তোলেন তিনি। ফ্রি-কিক থেকে অসাধারণ দক্ষতায় বল জালে জড়ালেন। অথচ গোলরক্ষক কিছুই বুঝতে পারলেন না। যেভাবে বলটা বাঁক নিয়ে জাল জড়ালো, তা বোঝার কোনো সাধ্য থাকারই কথা নয়।
বলটি মাটিতে রেখে বাঁ-পায়ে শট নেন ম্যারাডোনা। সামনে দাঁড়ানো ছিলেন আরো কয়েকজন খেলোয়াড়। কেউ রুখে দিতে পারেন নি। সোজা বল জড়ায় জালে। এভাবে বারবার ওই শট নেয়া শেখাচ্ছিলেন তরুণ ফুটবলারদের।