এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর
সোনার দেশ ডেস্ক :
৫ম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন বাবর আলী। এগার বছর প্রতীক্ষার পর আরো একবার উড়েছে দেশের পতাকা।
রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮:৪৫ টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। তার সমন্বয়কারী প্রতিষ্ঠান ভার্চুয়াল ড্রিমার্সের পক্ষ থেকে ফেসবুকে এ খবর দেয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী। চিকিৎসা পেশা ছেড়ে তিনি এই যজ্ঞে নেমেছেন।
ভার্চুয়াল ড্রিমার্স লিখেছে, ‘আমাদের স্বপ্নসারথি বাবর আলী আজ সকাল স্থানীয় সময় সাড়ে ৮টায় (বাংলাদেশের সময় ৮:৪৫ মিনিট) আকাশ ছুঁয়েছে। এগার বছর প্রতীক্ষার পর আজ তৃতীয় মেরুতে উড়েছে লাল-সবুজ!’
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহীম আর প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। এরপর একে একে এভারেস্ট জয় করেন এম এ মুহিত, ওয়াসফিয়া নাজরীন ও খালেদ হোসাইন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন