বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর সভাকক্ষে এই বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির ১১ তম উপপরিচালক ছিলেন। বিদায়ী সংবর্ধনা গ্রহণকালে বিদায়ী এডিসিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয়া হয়।
এসময় বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেঞ্জামিন টুডুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস, প্রশিক্ষক মেনুয়েল সরেন সহ বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সদস্যবৃন্দ।