বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা এগারোটায় রহনপুর বাজারে ফিতা কেটে এই ব্যাংকের উদ্বোধন করা হয়। পরে ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের রাজশাহীর জোনাল হেড নুরুল হাবিব।
অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক অসীম কুমার দাস, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, রহনপুর উপশাখার ব্যবস্থাপক আবু সুফিয়ান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভবন মালিক আতিকুল ইসলাম, নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল হক, ব্যবসায়ী আব্দুল লতিফ ফেন্সি।
এনআরবিসি ব্যাংকের রাজশাহীর জোনাল হেড নুরুল হাবিব বলেন, সব ধরনের আধুনিক ব্যাংক সুবিধা রয়েছে এই ব্যাংকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা বাদে প্রতিটি উপজেলায় এই ব্যাংকের শাখা রয়েছে। আজ রহনপুর উপশাখা উদ্বোধনের পর পুরোজেলায় এখন এই ব্যাংকের কার্যক্রম চলমান। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারে এনআরবিসি ব্যাংক স্বচ্ছতার সঙ্গে গ্রাহক সেবা দিয়ে থাকে। এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি জানান।