এনবিআইইউ সমাজবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৯ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন অতিথিরা-সরবরাহকৃত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থীদের দুই বৎসর পূর্তি উপলক্ষে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১টার দিকে রাজশাহী আলুপট্টিস্থ ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনবিআইইউ’র উপ-উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল জলিল, চিফ কো-অডিনেটর অধ্যাপক ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্টার রিয়াজ মোহাম্মদ, ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর ড. আজিবার রহমান, সহকারি প্রক্টর আবদুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে বিভাগের কো-অর্ডিনেটর ড. কামরুন্নাহারের সভাপতিত্বে বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও রিদওয়ানা ইউসুফ বর্ষার সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ। শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। ফলে বিভাগের শিক্ষার্থীরা পড়ালেখা শেষে তাদের কর্মজীবনে স্বাক্ষরতার অবদান রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বনাম বয়ে আনবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ