বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক :
‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিধিবহির্ভুত ‘বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩’ প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে’ রাজিশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে এবং বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ভেটেরিনারি ছাত্র সমিতি এবং বিভাগের ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে। আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ঢাকায় গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘেরাও করবে। বক্তারা বলেন, এনিমেল হাসবেন্ড্রী কাউন্সিল আইন- ২০২৩’ গঠন করার কোনোই যৌক্তিকতা নেই। এই আইন প্রাণিসম্পদ পেশার সাথে সংশ্লিষ্টদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করবে। বিদায়ী সচিব এনিমেল হাজবেন্ড্রির গ্র্যাজুয়েট হওয়ায় তিনি এই পক্ষপাতমূলক আচরণ করছেন।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাকির বলেন, যেখানে প্রাণিসম্পদে একটি প্রতিষ্ঠিত কাউন্সিলÑ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ বিদ্যমান আছে সেখানে এই আইন সাংঘর্ষিক ও উদ্দেশ্য প্রণোদিত। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যই পক্ষপাতদুষ্ট এনিমেল হাসবেন্ড্রি কাউন্সিল আইন- ২০২৩ গঠন করা হচ্ছে.যার কোনো যৌক্তিকতা নেই। এর ফলে প্রাণিসম্পদের উন্নয়ন ব্যাহত হবে, প্রাণিসম্পদ সেক্টরের সবার মাঝে অনৈক্য দেখা দিবে।
মানববন্ধন বিক্ষোভ সমাবেশে বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে শহিদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন, শিকআষাথর্ীূ আলামিন মোল্লা। তিনি বলেন, ১৮ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের আহবানে আয়োজিত আকে সভায় ‘বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩ প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এই আইন সম্পূর্ণ অযৌক্তিক, পক্ষপাতদুষ্ট এবং বিদ্যমান ‘বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯’ এর সাথে সরাসরি সাংঘর্ষিকও।
সংবাদি সম্মেলনে তারা দুইটি দাবি পেশ করেন। তা হলো- অনতিবিলম্বে বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩ প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং প্রাণিসম্পদ উন্নয়নের স্বার্থে প্রাণিসম্পদ অধিদপ্তরে ভেটেরিনারি এবং এনিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েটদের দ্বন্দ্ব নিরসনে অধিদপ্তরে কর্মরত এন্ট্রি লেভেল কর্মকর্তাদের সমন্বয়ে কোর্স চালুর সিদ্ধান্ত নিতে হবে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত কোর্স চালু করার জন্য বাংলাদেশ সরকারের আহ্বানের বাস্তবায়ন করতে হবে।