শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহীর উদ্যোগে বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে এফএনবির রাজশাহী জেলার সহযোগি সংস্থা সমূহের সদস্যদের নিয়ে ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ মহসিন আলী।
বিজয় দিবস কর্মসূচীতে রাজশাহী জেলার এফএনবি’র সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), টিএমএসএস, আশ্রয়, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরণী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি, দিশা, এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগণ।