সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বায়ার আশ্রয় সেন্টারে এক সাধারণ সভার মাধ্যমে রাজশাহী এনজিও ফেডারেশন (এফএনবি), জেলা শাখার পুরাতন কমিটি ভেঙ্গে এফএনবি রাজশাহী জেলা কমিটি পুনঃগঠন করা হয়।
সাধারণ সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিমাই মন্ডল, প্রোগ্রাম কো-অডিনেটর, এফএনবি বাংলাদেশ। সভায় প্রস্তাবনার মাধ্যমে কন্ঠ ভোটে কমিটি গঠন করা হয়। রাজশাহী জেলা এনজিও ফেডারেশনের (এফএনবি) সভাপতি মনেনিত হয়- মো. মহসিন আলী, ব্র্যাক জেলা সমন্বয়ক। সহ-সভাপতি-লফস’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সম্পাদক-বুুরো বাংলাদেশ, মো. মিজানুর রহমান, জোনাল ম্যানেজার, কোষাধ্যক্ষ-বিডো মো. আমিনুল ইসলাম, নির্বাহী পরিচালক।
নির্বাহী সদস্যবৃন্দ- আশ্রয় হেড অফ অপারেশন মো. কামরুজ্জামান, আশার জেলা ব্যবস্থাপক আ. রাজ্জাক, টিএমএসএস আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুল ইসলাম, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, জাগরণী চক্র ফাউন্ডেশন জোনাল ম্যানেজার আব্দুস শহীদ, বেলার ফিল্ড অফিসার সাইফুল ইসলাম, আরএসডিপি নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম, থানাপাড়া সোয়ালোজ ডেভোলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রায়হান আলী, দিশা রাজশাহীর নির্বাহী পরিচালক দিলারা রহমান প্রমুখ।