শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বুধবার (০৩ জানুয়ারি) বেলা ১২ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও এফবিসিসিআই এর সহযোগিতায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে দরিদ্র ও অসহায় শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করা রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অর্টিস্টিক বিদ্যালয়, নুরের আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর কাউন্সিলর সংরক্ষিত আসন-০৭ (ওয়ার্ড নং-১৯,২০ ও ২১), কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস) সহ মোট ৫টি সংস্থা কে ১০০টি করে মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি শাহাদৎ হোসেন বাবু, পরিচালকবৃন্দ রিয়াজ আহমেদ খান, মোঃ সাজ্জাদ আলী, কামরুজ্জামান, মোঃ নাজমুল হোসেন, মোঃ আশিকুর রহমান, মো. মামুনার রশীদ এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী।