শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নগরীর কলেজগুলো ভালো ফলাফল করেছে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
রাজশাহী কলেজ
রাজশাহী কলেজে এইচএসসি পরীক্ষায় এবারও ভালো ফলাফল হয়েছে। ৪৪৯ জনের মধ্যে সবাই পাশ করেছে। যার মধ্যে ৪৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও দুইজন পেয়েছেন এ মাইনাস। এ কলেজ থেকে এবার বিজ্ঞান বিভিাগ থেকে ২৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। ১৬ জন পেয়েছে এ। মানবিক বিভাগ থেকে ৯২ জন অংশ নিয়ে ৮১ জন জিপিএ-৫ পেয়েছে। ১১ জন পেয়েছে এ। আর ব্যবসায় শাখা থেকে ৯৩ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।এ পেয়েছে ৯ জন।
রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে এ ফলাফল হয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তবে তার পরেও সামান্যতম অতৃপ্তি থেকে গেছে , ৩৭ জন এ প্লাস পাইনি। আমরা আগামীতে সবাইকে নিয়ে চেষ্টা করবো সকল শিক্ষার্থীই যেন এ প্লাস পাই। এটিই আমাদের বড় লক্ষ্য। আমরা সে লক্ষ্যেই এখানে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করি।
সরকারি মহিলা কলেজ
সরকারি মহিলা কলেজের মোট ১০৬৬ জন পরীক্ষার্থীরমধ্যে ১০২৭ জন পরীক্ষায়উত্তীর্ণ হয়। পাশের হার ৯৬.৩৪%। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারি সিটি কলেজ
রাজশাহী সরকারি সিটি কলেজে পাশ করেছে ১০৭৫ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪০০ জন। আর অকৃতকার্য হয়েছে ৫৩ জন।