এবার ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টারে ছয়লাপ আহমেদাবাদ, গ্রেপ্তার ৮

আপডেট: মার্চ ৩১, ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


দিল্লির পর এবার নিজের রাজ্যেই আপত্তিকর মন্তব্যে বিদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিবিরোধী পোস্টারে ছয়লাপ গুজরাটের আহমেদাবাদ। যার জেরে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৮ অভিযুক্তকে।

সম্প্রতি মোদির বিরুদ্ধে দেশব্যাপী প্রচার কর্মূচি নিয়েছে আম আদমি পার্টি। আর তারপরই আহমেদাবাদে বিভিন্ন এলাকায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টার পাওয়া গেল। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

তবে গুজরাটের আপ দলের প্রধান ইসুদান গাধভি বলে দেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা আপ কর্মী। পাশাপাশি এই গ্রেপ্তারিকে বিজেপির ‘স্বৈরাচার’ বলেও তোপ দাগেন তিনি। তাঁর দাবি, ভয় পেয়েই আপ কর্মীদের গ্রেপ্তার করিয়েছে গেরুয়া শিবির।

ইসুদান গাধভি বলেন, “বিজেপি স্বৈরাচারী। মোদি হটাও দেশ বাঁচাও পোস্টার লাগানোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় আপ কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এতেই স্পষ্ট মোদি ও বিজেপি ভয় পেয়েছে। হাজারো চেষ্টা করে নিন, আম আদমি পার্টি লড়াই চালিয়ে যাবে।”
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ