এবার ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটল ট্রেনে রেলওয়ের আয় ১ লাখ ২০ হাজার টাকা

আপডেট: জুলাই ১২, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনব্বগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটল ট্রেন থেকে রেলওয়ের ১ লাখ ২০ হাজার ১৬৫ টাকা আয় হয়েছে। মাত্র পাঁচদিনে চলাচল করা এই ট্রেন থেকে এই টাকা আয় হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

জানা গেছে, এবছর (২০২৪) ক্যাটল ট্রেন চলাচল করেছে দুইদিন। এছাড়া তিনদিন বেশি মিলে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলেছে পাঁচদিন। অর্থাৎ গত ১০ থেকে ১৫ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী হয়ে রাজধানীতে এসব পণ্য পৌঁছেছে ট্রেন যোগে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, পাঁচ দিনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ১৮ হাজার ১৪৬ কেজি আম পরিবহন করা হয়েছে। এ থেকে রেলওয়ে আয় হয়েছে ২৭ হাজার ৩৪৫ টাকা। এছাড়া দুইদিনে ক্যাটল ট্রেনে পশু পরিবহন করা হয়েছে ১০৫টি। এ থেকে রেলওয়ের আয় হয়েছে ৯২ হাজার ৮২০ টাকা।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশীর অতিরিক্ত বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম বলেন, দুই দিন চলেছে ক্যাটল ট্রেন আর ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলেছে তিনদিন। এসময় ১ লাখ ২০ হাজার ১৬৫ টাকা ট্রেনের আয় হয়েছে রেলওয়ের।

প্রসঙ্গত, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রথম চালু হয় ২০২০ সালের ৫ জুন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যাংগো স্পেশাল ট্রেনে ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে। চার বছরে রেল আয় করেছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০।

এ বিভাগের অন্যান্য সংবাদ